• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে সংবর্ধনা ও শিক্ষার্থীদের পোষাক বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য শাখার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধু মিয়া) কে সংবর্ধনা ও বিনামূল্যে শিক্ষার্থীদের পোষাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রাধাগোবিন্দপুর আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুন নূর মাষ্টারের সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র সাদিকুর রহমান সানি, গীতাপাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী আঁখি রানী দেবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধ মিয়া)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কবি আব্দুল হাই ইদ্রিছী, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, ডা: বনমালী দাস, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, সজীব দেবনাথ, স্বপন কুমার, গৌরাঙ্গ দেবনাথ, কমরেড সাইফুর রহমান, মাহমুদুর রহমান মাষ্টার, হাবিবুল ইসলাম ইমন, বিদ্যালয়ের শিক্ষার্থী অনুশ্রী রানী দেবী শৈলী প্রমুখ।

অনুষ্ঠানে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সংবির্ধত ব্যক্তি এম এ রহিম (দুধু মিয়া) আর্থিক অনুদানের চেক ও ৮১ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বিদ্যালয়ের পোষাক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ