আজ শনিবার (০১ ফেব্রুয়ারী) বেলা ৩টা থেকে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে বইমেলা।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। এছাড়াও থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর। তাছাড়া ছোটদের জন্য থাকছে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এই মেলায় ২৪টি স্টল থাকছে। স্টলগুলো হলো- প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, আদর্শ, বাবুই, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট, ঘাষ প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, এক রঙা একঘুড়ি, স্বরে ‘অ’, আহরার পাবলিশার্স, জসিম বুক হাউজ, সাহিত্যরস প্রকাশনী, গার্ডিয়ান পাবলিকেশন, সাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি এবং নাজমা বুক ডিপো।