সোমবার, ১২ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হচ্ছেন- সুভাষ রায় (৬০), সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৪), প্রণয় রায়ের স্ত্রী দিপ্তী রায় (৪৫), সজল রায়ের স্ত্রী দীপা রায় ও সজল রায়ের আড়াই বছর বয়সি কন্যাশিশু বৈশাখী রায়। এই পাঁজনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার সদর থানা ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রীমঙ্গলের আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। তারা একই পরিবারের। এর মধ্যে একজন শিশুও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।