মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউপির খায়স্থগ্রাম এলাকার সিরাজ উদ্দিন নামের এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার ৩দিন পর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের নিজ এলাকা ইজরাপাড়া গ্রামের একটি চাষাবাদের জমিতে লাশটি প্রথমে স্থানীয়দের নজরে আসলে পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত ব্যক্তি ফুলবাড়ী ইউনিয়নের খায়স্থগ্রাম ইজরাপাড়া গ্রামের মৃত রমজান উল্লাহর ছেলে সিরাজ উদ্দিন (৬৫)। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে কাজের সন্ধানে বের হয়ে আর ফিরেননি। পরে সম্ভাব্য সকল স্থানে খোজাঁখোঁজির পর গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, নিখোঁজের পরিবারের পক্ষ একটি সাধারণ ডায়েরী করা হয়। পরদিন সকালে নিহতের লাশ দেখে স্থানীয়রা খবর পেলে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের শরীরে একটি তেতলে যাওয়ার চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মূল ঘটনা উদঘাটন হবে।