বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে আগামী ৯ মের পরিবর্তে ১০ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
শনিবার নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মাদ খান এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সকল রিটানিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ মে থেকে ১২ মে পর্যন্ত ।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে এবং ভোটগ্রহণ করা হবে ০৪ জুন।