মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ তিনদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন।
তিনি এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অংশ গ্রহণ করবেন।
পরদিন শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট কলেজের রজত জয়ন্তি অনুষ্ঠানে যোগদান করবেন।
রোববার সকাল পৌঁনে ১১টায় জকিগঞ্জ সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ। মন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।