সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানচালক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
সংগঠনের নেতারা সোমবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে দায়েরকৃত মামলা আমলে নিয়ে কার্যালয় ভাঙচুর মামলার আসামি গ্রেফতার দাবি জানান।
এতে ২২ জানুয়ারির মধ্যে দাবি মেনে নিতে আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ২৩ জানুয়ারি ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট করবে বলে হুশিয়ার করা হয়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্যাডে কার্যকরী কমিটির সভাপতি পাবেল আহমেদ, সদস্য সচিব আজাদুর রহমান অদুদ ও সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করা হয়, চাঁদা না দেয়ায় গত ১ জানুয়ারি সন্ত্রাসী কামালের নেতৃত্বে একদল চাঁদাবাজ শ্রীমঙ্গলস্থ শ্রমিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ করা হলেও অদ্যাবধি তা নথিভুক্ত করা হয়নি এবং আসামিও গ্রেফতার হয়নি।
এ জন্য আগামীকাল বুধবারের মধ্যে মামলা এফআইআর হিসেবে নথিভুক্ত ও আসামি গ্রেফতার না করলে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
আলটিমেটামে আরও জানানো হয়, যদি ওই সময়ের মধ্যে তাদের দাবি না মানা হয়, তা হলে উদ্ভূত পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবেন না।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) জানান, আমরা তাদের একটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব।