• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জ থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে অপহরণের দু’দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহরণকারীকে। গত রবিবার সিলেটের দক্ষিণ সুরমা থেকে তাকে আটক করা হয়।

সিলেট শহরের ভালো স্কুলে ভর্তি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রাম থেকে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল।

আটক অপহরণকারী নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুন নূরের ছেলে লিটন মিয়া।

পুলিশ জানায়, ছেলেকে চাকরি আর মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার প্রলোভন দেখিয়ে গত শুক্রবার নবীগঞ্জের পানিউমদা গ্রামের এক নারীকে সিলেট শহরে নিয়ে আসে লিটন। সিলেট নগরীর সোবহানীঘাটে ওই নারী ও তার ছেলেকে দাঁড় করিয়ে রেখে ১২ বছরের মেয়েকে নিয়ে চম্পট দেয় সে।

পরে মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে লিটন। এ ঘটনায় অপহৃত শিশুর মা সিলেট কোতোয়ালী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে গত রবিবার অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরককে আটক করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ