• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট রুটে ৬ ট্রেনের নতুন সময়সূচি

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

কামরুল হাসান: নতুন বছরের শুরুতে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে পরিবর্তিত সূচিতে চলবে আন্তঃনগর ছয়টি ট্রেন। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকেই পরিবর্তিত নতুন সময়সূচি অনুযায়ী আন্তঃনগর ট্রেন চলানোর সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবর্তিত নতুন সময় অনুযায়ী যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময় বাড়ানো হয়েছে। এছাড়া নতুন টাইম টেবিলে বেশিরভাগ ট্রেনের রানিং টাইম বাড়ানো হয়েছে।

এদিকে ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিট ঢাকা ছেড়ে যাবে। সিলেট থেকে ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে ছাড়বে। জয়ন্তিকা (ঢাকা-সিলেট) দুপুর ১২টার পরিবর্তে ১১টা ১৫ মিনিটে এবং সিলেট থেকে সকাল ৮টা ৪০-এর পরিবর্তে সোয়া ১১টায় ছেড়ে যাবে। কালনী (সিলেট-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে। উপবন (ঢাকা-সিলেট) রাত ১০টার পরিবর্তে ৮টা ৩০ মিনিটে এবং সিলেট থেকে রাত ১১টা ৩০ মিনিটে। পাহাড়িকা (চট্টগ্রাম-সিলেট) সকাল ৯টায় এবং সিলেট থেকে সকাল সোয়া ১০টা ছাড়বে। উদয়ন (চট্টগ্রামÑসিলেট) রাত ৯টা ৪৫ মিনিটে এবং সিলেট থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

সিলেট রুটের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ