সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝাকজমক ভাবে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকেলে জাতীয় পার্টির অস্থায়ী কার্য্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠা বাষিকীর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জাপার কেন্দ্রিয় নেতা এড. জিয়াউল হক মৃধা।
পরে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ফকির কায়সার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব কাউছারুল গনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা রজব আলী, সৈয়দ মিয়া পাঠান,ফিরোজ মিয়া, অলিউর রহমান , আইয়ুব আলী, প্রমুখ। এর আগে জাতীয় পার্টির উদ্যোগে এক বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।