• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: ২০১১ সালে লিওনেল মেসি এসে খেলে গিয়েছেন ঢাকার মাঠে। এবার আসছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেই বাংলাদেশে আসবেন তিনি।

সময় সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে তাঁর আসার বিষয়টি চূড়ান্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘ডিয়েগো ম্যারাডোনা ঢাকায় আসবেন, এটা চূড়ান্ত। সময়সূচি চূড়ান্ত করা হবে পরে।’

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করবে সরকার। এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনই বিশেষ কোনো আয়োজন রাখছে। বাফুফে চাচ্ছে পুরো ব্যাপারটাকে আরও জমকালো করে তুলতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যেই দুটি ইউরোপীয় ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ