মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় নগরীর বিমানবন্দর ও মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী ও চোরাইকৃত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোং এর ৯শ’ কার্টুন সিগারেট জব্দ করা হয়।
আটককৃতরা হল, গোয়াইনঘাটের সালুটিকর চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে বেলাল ওরফে বিল্লাল, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর মৃত শফিক মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৪০) এবং তার ভাই ছফরুল ইসলাম রুমেল (৩১)।
পুলিশ জানায়, আসামিরা ২৪ ডিসেম্বর ভোর ৬ টা ৫০ মিনিটে লালদিঘীরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়ার বিল্ডিং এর ২য় তলার কামাল ব্রাদার্স নামীয় দোকানের গুদামঘরের তালা ভেঙ্গে চুরি করে। ঘটনার বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কামাল উদ্দিন বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং- ৪৪) দায়ের করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।