মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে অপরিপক্ক শিশুর লাশ উদ্ধার করলো ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। এ পর্যন্ত দেড় মাসে তিনটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে দেড় মাসের মধ্যে তিনটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের করা নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি অপরিপক্ক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এদিকে গত দেড় মাসে ফেঞ্চুগঞ্জে ৩টা অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা মনে করছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খোঁজ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের নজরদারি কামনা করেন তারা।