সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বর্ষিয়ান আ’লীগ নেতা ইব্রাহিম মুন্সি আর নেই।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬ টায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি …রাজিউন)। মৃত্য অবধি তিনি বাহুবল উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মুন্সি বাড়ীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্ট রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ ছেলে,৪ মেয়ে নাতী নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছ্নে।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ি পশ্চিম জয়পুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।
তাৎক্ষনিক তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি।