করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

স্বর্ণ জিতে কেঁদে ফেললেন সোমা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশের বাইরে একের পর এক সাফল্যকে ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে আর্চারির ১০ ইভেন্টের প্রত্যেকটিতে স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ।

সোমবারও আর্চারি নারী কমপাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন সোমা বিশ্বাস। বিদেশের মাটিতে তার এ সাফল্য দেশের প্রতি আরও মমত্ব বাড়িয়েছে।

আর তাইতো এমন জয়ে বিদেশের মাটিতে কেঁদে ফেললেন সোমা।

জয়ের পর গণমাধ্যমকে অনুভূতি জানাচ্ছিলেন আর্চার সোমা বিশ্বাস তখনও তার চোখ দুটো ছলছল করছিল। তার এ জয়ের পেছনে যাদের ভূমিকা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসব। আমার টিম, কোচ তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসছি। তাদের  সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আমি কখনও আসতে পারতাম না। ’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ