মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে উপজেলার বাহাড়াদুবাগ গ্রামের আবদুল খালিকের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় আহত হন গৃহকর্তা খালিক।
আবদুল খালিকের ভাইপো হাসান মিয়া গণমাধ্যমকে জানান, বুধবার প্রায় ৩টার দিকে মুখোশপরা একদল ডাকাত গেটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণ, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন তালুকদার।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।