সোমবার, ১২ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলবীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই শিশুটির মা মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ করেন। তিন মেয়েকে নিয়ে তাদের বাবা বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাতে তিন মেয়ে ঘরে শুয়েছিল। রাতের কোনো এক সময় ওই ব্যক্তি তার ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। সকালে ঘুম থেকে উঠে মেয়েটি তার স্বজনদের ঘটনাটি জানায়। পরে তারা (স্বজনরা) কমলগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানালে বুধবার বিকেলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
অন্যদিকে চিকিৎসার জন্য শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, তদন্তে যাওয়া পুলিশ কর্মকর্তাদের কাছে শিশুটি ধর্ষণের ঘটনায় তার বাবাকে অভিযুক্ত করেছে। এর প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। এছাড়া শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ না করলেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’