করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের উত্তরসুর এলাকার পর্যটন নিবাস হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের সদর ইউনিয়নের উলুয়াইল গ্রামের ছানাউর আলমের ছেলে সাহেল আহমদ, বিহারীবাদ এলাকার আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া, শ্রীমঙ্গল দক্ষিণ উত্তরসুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান ও একই এলাকার আব্দুল ছাত্তারের ছেলে জুয়েল আহমদ।

আটক চার যুবকের কাছ থেকে একটি পিস্তল ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চার যুবককে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে অস্ত্র পাওয়ায় আটকদের থানায় আনা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ