করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ফ্রিল্যান্সিং ল্যাবের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ই-জোন আইটি ইন্সটিটিউটেরর ১ যুগে পদার্পণ উপলক্ষে ফ্রিল্যান্সিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের কলেজ রোডস্থ ই-জোন কার্যালয়ে ফিতা ও কেক কেটে ফ্রিল্যান্সিং ল্যাবের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন দেববর্মা, পরিচালক বিশ্ব রাজ ধর পাপ্পু, ফ্রিল্যান্সার সোহাগ নকরেক, আলোঘর প্রজেক্ট এর এরিয়া ম্যানেজার সামুয়েল যোসেফ, সাংবাদিক আতাউর রহমান কাজল, বঙ্গকবি লৎফুর রহমান, অনুজকান্তি দাশ, তুফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সভাপতি মো. শামিম মিয়া, রুপম আচার্য্য প্রমুখ।

ই-জোনের চেয়ারম্যান সুমন দেববর্মা বলেন, ২০০৮ সালের ৩ ডিসেম্বর তারিখে মাত্র ২টি কম্পিউটার দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তাদের ৬টি শাখা হয়েছে। এই ফ্রিল্যান্সিং ল্যাবের মধ্যে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স করে যাতে কওে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে এই ল্যাবটি চালু করা হয়। এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ তৈরি হবে। এ সময় ফ্রিল্যান্সিং কোর্সে অত্র প্রতিষ্ঠানের ১ যুগে পদার্পণ উপলক্ষে শুধুমাত্র ১ম ১০০ জনের জন্য ৫০% স্কলারশিপ ঘোষণা করেন সুমন দেববর্মা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ