সোমবার, ১২ মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে দুটো বিপন্ন প্রজাতির কালামাথা-নিশিবক (Black-crowned Night Heron) উদ্ধার করা হয়েছে।
শহরের দেববাড়ি আবাসিক এলাকায় বিক্রয়কালে এগুলো উদ্ধার করেন স্থানীয় পাখিপ্রেমীরা।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের খবর পেয়ে সংবাদকর্মী বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সংবাদকর্মী হৃদয় দেবনাথ, বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন থৌনাউজাম, বন্যপ্রাণীপ্রেমী সোহেল শ্যাম এবং অভিজিৎ চৌধুরী অরূপ ছুটে আসেন।
তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারী সামাদ এ দুটো পাখি রেখে গা ঢাকা দেয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে এগুলো সুস্থতার জন্য সোহেল শ্যামের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
হৃদয় দেবনাথ বলেন, সামাদ এই এলাকার একজন কুখ্যাত পাখিশিকারী। চলতি বছরের ৩ নভেম্বর তাকে আমরা শ্রীমঙ্গলের নতুন বাজার থেকে পাতি-সরালি হাঁসসহ (Lesser Whistling Duck) হাতনাতে আটক করেছিলাম; ২৫ হাজার টাকার সে হাঁসগুলোর বিক্রি করতে চেয়েছিল। বন্যপ্রাণী রেঞ্জের নিকট তাকে হস্তান্তর করা হলে পরে বন্যপ্রাণী রেঞ্জের তার কাছ থেকে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু সে মুচলেখার শর্ত ভঙ্গ করে আবারো এখন পাখিশিকারে ব্যস্ত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বিষয়টি খুব দুঃজনক। পাখিশিকারী সাদামকে এবার আমরা হাতনাতে ধরতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি) সূত্র জানায়, কালামাথা-নিশিবক (Black-crowned Night Heron) বিপন্ন প্রজাতি পাখি। প্রাকৃতিক নদী-নালা, হাওর-বিল প্রভৃতি ধ্বংস হওয়ায় তাদের অস্তিত্ব বিপন্ন। এদের মাথায় ঝুলন্ত সাদা ঝুটি থাকে। এদের চোখ লাল। দিনের বেলায় এরা আড়াল করা গাছে ডালে ঘুমায়। সন্ধ্যা এবং রাতে জলাভূমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।