• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জকিগঞ্জে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাইয়ের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাইয়ের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের ফরমান আলীর বড় ছেলে আব্দুর রহিম রুই ও ছোট ছেলে ফারুক আহমদের মধ্যে পারিবারিক কথাকাটাকাটির একপর্যায় ফারুক আহমদ তার বড় ভাই আব্দুর রহিম রুইকে দা দিয়ে কোপ দেয়।

এতে তিনি গুরুত্বর আহত হলে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৮টার দিকে মৃত্যু ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, তিনি শুনেছেন আব্দুর রহিম রুই তার স্ত্রীর সাথে ঝগড়া করছিলো এ সময় ফারুক আহমদ কথাকাটাকাটি করে দা দিয়ে আব্দুর রহিম রুইকে কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। পরে সিলেটে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ