মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলঅ পরিষদ মিলনায়তনে সেমনিারটি অনুষ্ঠিত হয়।
ইউএনও মোছা. তাহনিা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহামন চৌধুরী নাজলু, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটই। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুমিন মিয়া, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধূরী, উছমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, নির্বাচন কর্মকর্তা আবুল লায়েছ দুলাল, ইউএনও অফিসের এও রনজিৎ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সার্ভেয়ার হজরত আলী প্রমূখ।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিষয়ে সচেতনা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।