মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ ও কিটনাশক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে সার বীজ ও কিটনাশক বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র পাল, কৃষক বাবুল মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তাগণ ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার ৮টি ইউনিয়নের ৮শ ৫জন কৃষকের মধ্যে বিনামূল্যে জন প্রতি বিভিন্ন প্রকারের ৩০ কেজি করে সার, ২কেজি করে ভুট্রা বীজ ও ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।