মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনাধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের মধ্য থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭) ডিসেম্বর সকাল ৯ টায় নবজাতকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, মেয়ে নবজাতকের বয়স অনুমান একদিন হবে বলে।
মাইজগাঁও রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, সকালে রেললাইনের পাশে নবজাতককে মৃত পড়ে থাকতে দেখে ডিউটিরত লাইনম্যান আমাকে জানায়। পরে সিলেট জিআরপি পুলিশকে খবর দিলে তাঁরা এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।