• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে গ্যারেজে লাগা আগুন নেভাতে গিয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে রেজওয়ান আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০জন আহত ও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আসামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেজওয়ান উপজেলা সদরের লক্ষীপুর গ্রামের সাহাদ উদ্দিনের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স্থানীয় আলাল মিয়ার গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটে। এসময় আগুন নেভাতে চেষ্টা করেন ওই যুবক। কিন্তু গ্যারেজে থাকা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত ও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ইসমাইল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ