• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কোম্পানিগঞ্জে পাথর চাপায় ফের শ্রমিক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
নিজস্ব প্রতিনিধি, সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরে চাপা পড়ে ফের এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শাহ আরেফিন টিলায় হাসনু চৌধুরী ও মামুন চৌধুরীর পাথরের গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধ্বসে আহত হন আব্দুল আওয়াল ও তার স্ত্রী।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পাথর শ্রমিক আব্দুল আওয়াল সুনামগঞ্জ জেলার মৃত্যু মুত্তালেব মিয়ার ছেলে। তিনি বউ বাজার এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, এর আগে মামুন চৌধুরীর ও হাসনু চৌধুরীর গর্তে কয়েক দফায় একাধিক শ্রমিক নিহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, প্রথমে পাথর চাপা পড়ে সে আহত হলে ওসমানী হাসপাতালে নেয়ার পর চিকিতসাধিনবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ