• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট থেকে ৭০৩ যাত্রী নিয়ে রওয়না দেয় উদয়ন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

করাঙ্গীনিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের আগে সিলেট থেকে ৭০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছিল উদয়ন এক্সপ্রেস। এর মধ্যে আড়াই’শ যাত্রী ছিলেন চট্রগ্রামের৷

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক আতাউর রহমান সময়ের আলোকে এসব তথ্য জানান৷

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত পৌনে ৯ টায় ১৬টি কোচ (বগি) নিয়েই সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৬ যাত্রী নিহত ও আরও শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান আরও জানান, উদয়নের ১৬টি কোচে রয়েছে, যার আসন সংখ্যা ৬২২টি। তবে দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট যাত্রী ছিলেন ৭০৩ জন। এর মধ্যে চট্রগ্রামের যাত্রী ছিলেন আড়াইশত জন৷ অন্যরা সিলেটের বিভিন্ন স্টেশনের যাত্রী ছিলেন৷

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ