সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে হাওরে পানিতে ডুবে বৃদ্ধ মকবুল আলীর (৮০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে মকবুল আলী ডিগারকান্দি হাওরের মরাটিলায় মাছ ধরতে গিয়ে তিনি পানিতে ডুবে যান।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির লোকজন তাকে অনেক স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় হাওরের পানিতে মকবুল আলীর লাশ ভাসতে দেখেন।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যা ৭টায় পারিবারের আবেদনে জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, থানা থেকে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।