করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ:যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির একছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সানু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ওই ছাত্রী স্থানীয় ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) তাকে পার্শ্ববর্তাী রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে ভাটেরা ইউনয়িন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয়রা এগিয়ে এলে ২ বখাটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিব্রত অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

ওই স্কুলছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগী নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে ধর্ষণ করে। এমনকি এ ঘটনা কাউকে না জানাতে তাকে ৫হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম দস্তগির বলেন, খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে নামক এক অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় করবে। মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ