• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জে লরির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ট্যাংক লরি মেরামত করতে গিয়ে লরির নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে গোলাপগঞ্জ জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ট্যাংক লরির চালক মোশাররফ হোসেন (৪৫)। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য জ্যাক লাগিয়ে কাজ করছিলেন চালক মোশাররফ। হঠাৎ করে জ্যাক সরে গিয়ে লরিটি চাপা দেয় তাকে। এসময় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় চালকের সহকারী নোয়াখালীর সদর থানার রামসাপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের মোহাম্মদ বাবুল মিয়া (৫০) আহত হন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ