মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই অটোচালকসহ ৯ জন।
শনিবার দুপুরে উপজেলার চারখাইয়ের জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, দুপুরে উপজেলার চারখাইয়ের জিরোপয়েন্ট এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় দুই অটোচালকসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।