• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে চালকদের প্রতিযোগিতায় যাত্রীবাহী বাস খাদে পরে নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন।

রোববার বিকেল ৩টায় সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে যাত্রীবাহী একটি বাস (সিলেট-জ-১১-০২২২) ঢাকাদক্ষিণ থেকে ছেড়ে সিলেটে উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় আরেকটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করেন এই বাসের চালক। সিলেট-জকিগঞ্জ সড়কের সরকারি এমসি একাডেমির সামনে অপর বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি খাদে পরে যায়। এ ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

করিম আহমদ নামের দুর্ঘটনাকবলিত বাসের এক যাত্রী জানান, চালক গোলাপগঞ্জ বাজার থেকেই একটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করে। এক পর্যায়ে এই বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ