• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্তাজিক বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে ৭৯৮ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

এরমধ্যে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টুন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টুন এবং ১০৪ কার্টুন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টায় বিজি-২২৪ বিমানের ফ্লাইটের ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি জব্দ করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে ওসমান ফারুক (৩৬), ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান (২৩), চট্টগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মামুন (৩৪)।

সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব বলেন, সিগারেটের চালানটি দুবাই আবুদাবি থেকে আনা হয়েছে। তবে কাস্টম আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ