• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সীমান্তে যারা মরছে, অধিকাংশই চোরাকারবারি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

 

নিজস্ব প্রতিনিধি : সীমান্তে এখন যারা মারা যাচ্ছে, তারা অধিকাংশই চোরাকারবারি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমেছে। তবে, এটি একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বলেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, গতবছর সীমান্তে মাত্র তিন-চারজন মারা গেছে। অথচ ২০০১, ২০০২ ও ২০০৩ সালে প্রতিবছর শতাধিক লোক মারা যেতো। শুধু ২০০৩ সালেই ১৬৬ জন সীমান্তে মারা গেছে।

ভারতে এলপিজি রপ্তানির বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানির একটা পণ্য বাড়ছে। এটা তো খুশির সংবাদ।

ফেনী নদীর পানি বণ্টন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাগড়াছড়ির মাটিরাঙার ভগবানটিলায় ফেনী নদীর উৎপত্তি। সেটার বেশিরভাগই সীমান্তে। ভারতের ওই অংশের মানুষের পান করার পানির অভাব। আর সীমান্তের পানিতে দুই দেশেরই সমান অধিকার।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ