সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কানাইঘাটে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা ডুবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাবিবুর রহমান (৩২)।
বুধবার সকালে নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত হাবিব দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নান ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরমা নদীতে হাবিবসহ চারজন নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা পানিতে ডুবে যান। চারজনের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও হাবিব নিখোঁজ হন।
নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হাবিবের লাশ উদ্ধার করেন।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।