এসময় পর্যটন প্রতিমন্ত্রী বলেন, সিলেট হচ্ছে পর্যটনের আমাজন। তাই সিলেটের পর্যটন স্পটগুলোকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আর আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
প্রতিমন্ত্রী মাহবুব আলী দেশের পর্যটন খাতে উন্নয়নকল্পে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় যতগুলো পর্যটন স্পট আছে সেগুলো চিহ্নিত করার জন্য একটি ট্যুরিজম প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যটন স্পটগুলোকে চিহ্নিত করে এগুলোর উন্নয়নে কাজ করা হবে।
এসময় বাংলাদেশ বিমানে বর্তমানে ব্যাপক আয়ের কথা উল্লেখ করে বিমানের সেবার মান উন্নয়নে নানা পরিকল্পনার কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহাগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।