সোমবার, ১২ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের দশদল নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর শিশুসহ কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স না পাওয়ায় আহত রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বাকবিতণ্ডা হয়। এ সময় ডাক্তার ও রোগীরদের স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এতে প্রায় ২০ মিনিট চিকিৎসা কার্যক্রমম বন্ধ ছিল। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথের সিঙ্গেরকাছগামী যাত্রীবাহী একটি বাস বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের দশদল নামক স্থানের মোড়ে আসে। এসময় বিপরীত থেকে আসা নাম্বারবিহীন অটোরিকশাকে (সিএনজি) পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা শিশুসহ অন্তত ২০জন আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম চালায়।
সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।