করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ স্লোগানে সিলেটে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

শুক্রবার সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্যটন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এডিএম আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সিলেটের পর্যটনের অপার সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ