সোমবার, ১২ মে ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি এক দিনের সফরে সিলেট আসছেন আগামী রোববার। মন্ত্রী বিমানযোগে সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট অডিটরিয়ামে ‘এস.ডি জি বাস্তবায়ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় যোগদান করবেন। দুপুর ১২টা ৫০মিনিটে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিলেট বিভাগের চার জেলার মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করবেন।
মন্ত্রী বেলা ২টায় সিলেট সার্কিট হাউজে যাবেন, বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। মন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।