সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে গোসল করতে গিয়ে শরীফ মিয়া (৬৫) নাসের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর এলাকার ফুলবাড়ী পুর্বপাড়ায় এ ঘটনাটি ঘটে। দিনভর বৃদ্ধের খোঁজ করে বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।
জানা যায়, শরীফ মিয়া প্রতিদিনের ন্যায় সকাল ১১টার দিকে তার নিজ বাড়ীর পার্শ্ববর্তি সুরমা নদীতে গোসল করতে যান। কিন্তু অনেকক্ষন পেরিয়ে গেলেও তিনি বাড়ীতে ফিরে না গেলে পরিবারের লোকজন তাকে খোঁজাখোঁজি শুরু করেন। পরে নদীর ঘাটে তার গোসলের কাপড় থাকলেও তাকে না পেয়ে সবার সন্দেহ হয় তিনি পানিতে ডুবে গেছেন।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় নদী থেকে বিকেল ৫টার দিকে প্রায় ১শ’ গজ ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টা ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ দাফন করা হয়।