সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট চেম্বার নির্বাচনে সংখ্যাগরিষ্টতা দেখালো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। নির্বাচিত ২২ পরিচালকের মাঝে ১৩ জনই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের। আর বাকী ৯ জন সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এই ২২ পরিচালকই নির্ধারণ করবেন চেম্বারের মূল নেতৃত্ব। আর সিলেটের ব্যবসায়ীদের চোখও এখন সেদিকে।
চেম্বার সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩ টায় চেম্বার হলরুমে অনুষ্ঠিত হবে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচন। এই তিন মর্যাদাপূর্ণ পদের জন্য রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্যানেলের ৬ প্রার্থী। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন এটি এম শোয়েব, সিনিয়র সহ সভাপতি পদে চন্দ সাহা ও সহ সভাপতি পদে তাহমিন আহমদ। আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন এহতেশামুল হক চৌধুরী, সিনিয়ির সহ সভাপতি পদে মো. সাহিদুর রহমান ও সহ সভাপতি পদে আব্দুর রহমান জামিল।
উভয় পক্ষ মনোনয়ন জমা দিলেও সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে বিবেচনা করলে সম্মিলিতি ব্যবসায়ী পরিষদের এটিএম শোয়েবই হতে যাচ্ছেন চেম্বারের পরবর্তী সভাপতি। প্রেসিডিয়ামের বাকী দুটি পদও এই প্যানেলের দখলে চলে যাবে। তা অনেকটা নিশ্চিত হিসেবেই ধরে নিচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা। এক্ষেত্রে অন্য কোন অঘটন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা চেম্বার সংশ্লিষ্ট একটি সূত্র। তবে যাই ঘটুক আজ দিনের শেষে পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন চেম্বারের পরবর্তী সভাপতি।
এদিকে, শনিবার নির্বাচন শেষে রাত সাড়ে ১২টায় ঘোষণা করা হয় ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অর্ডিনারি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন হুমায়ূন আহমদ (৯০৪ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৮৬২ ভোট), মুশফিক জায়গীরদার (৮২৭ ভোট), এহতেশামুল হক চৌধুরী (৮২৭ ভোট), ফালাহ উদ্দিন আলী আহমদ (৭৮৯ ভোট), মো. সাহিদুর রহমান (৭৫৭ ভোট), মো. আব্দুর রহমান জামিল (৭৪৪ ভোট), মো. নজরুল ইসলাম বাবুল (৬৮৮ ভোট), আবু তাহের মো. শোয়েব (৬৭৭ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৬৭২ ভোট), ফখর উস সালেহীন নাহিয়ান (৬৬৮ ভোট) ও মো. মামুন কিবরিয়া সুমন (৬৬৬ ভোট)।
এসোসিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেল। তারা হলেন মো. এমদাদ হোসেন (৭৭৯ ভোট), মাসুদ আহমদ চৌধুরী মাকুম (৭২৯ ভোট), মো. আতিক হোসেন (৬২২ ভোট), চন্দন সাহা (৬১৬ ভোট), পিন্টু চক্রবর্তী (৫৭৫ ভোট) ও আব্দুর রহমান (৫৪৭ ভোট)।
ট্রেড গ্রুপ শ্রেণীতেও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সবাই বিজয়ী। তারা হলেন তাহমিন আহমদ (৬ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬ ভোট), আমিনুজ্জামান জুয়াহির (৬ ভোট)। আর টাউন এসোসিয়েশন শ্রেণীতে অন্য কোন প্রার্থী না থাকায় শমশের জামালকে বিনা প্রতিদ্বন্ধিতায় আগেই নির্বাচিত ঘোষণা করে নির্বাচন বোর্ড।