শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
সে ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার হারুনু রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে আসেন ১৪৪ মাদ্রাসাছাত্র। তাদের মধ্যে হাফিজুর রহমান ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। ওইদিন তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।