করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বেড়াতে এসে মাদরাসা ছাত্র নিখোঁজ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন হাফিজুর রহমান (১৯) নামে ঢাকার কামরাঙ্গীচরের এক মাদরাসা ছাত্র।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে নেমে তিনি নিখোঁজ হন।

হাফিজুর কামরাঙ্গীরচর উপজেলার হারুনু রশিদের ছেলে ও স্থানীয় মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ১৪৪ জন মাদ্রাসা ছাত্র বেড়াতে আসেন। বিকেল পানিতে নামলে হাফিজুর রহমান স্রোতে তলিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষ ছাত্র নিখোঁজের বিষয়টি সন্ধ্যায় জানিয়েছে। রাত সোয়া ১০টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ