করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

টাঙ্গুয়ায় একদিনে সহস্রাধিক শিক্ষার্থীরা রোপন করলেন ৪০ হাজার হিজল করচ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

হাবিব সরোয়ার আজাদ:
বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রামসার সাইট অব টাঙ্গুয়ার হাওরে একদিনে একসাথে সহস্রাধিক (১ হাজার) শিক্ষার্থীরা রোপন করলেন ৪০ হাজার হিজল করচ গাছ।
সুনামগঞ্জের তাহিরপুর ও মধনগর উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর আয়তনের জলাভুমির চারপাশে থাকা ৮৩টি গ্রামকে বর্ষায় হাওরের ঢেউ ও উজানের ধেয়ে আসা বানের পানি থেকে সূরক্ষা দিতে ওই গাছ গুলো রোপন করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গুয়ার হাওরের তদারকিতে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসন।

সিলেট বন বিভাগের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসন, তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গেল  বুধবার দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছতা অভিযানের পাশাপাশী  শিক্ষার্থীদের হাতে টাঙ্গুয়ারর হাওরের জেগে উঠা ভুমির ৬৫ একর ভুমি ৪০ হাজার হিজল, করচ গাছ রোপন করা হয়।

ওই দিন পরিচ্চনতা অভিযান, গাছ রোপনে( বৃক্ষরোপণ)  অংশ নেন হাওর সীমান্তচনপদ তাহিরপুর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়জ্জেমপুর উচ্চ বিদ্যালয় , বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১ হাজার শিক্ষার্থী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. আবুল হাসেম ও বিদ্যালয়নের প্রধান শিক্ষকগণ, সমাজ উন্নয়ন কর্মী, পরিবেশবাদী সংগঠনের দায়িত্বশীলগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা যেন সময় সুযোগ পেলে গাছগুলোকে দেখে রাখেন মূলত এ কারনেই শিক্ষার্থীদের গাছ রোপনে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়াও রোপন করা প্রতিটি হিজল করচ গাছে  শিক্ষার্থীদের নেমট্যাগ লাগিয়ে দেয়া হবে, ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন বলতে পারে এ গাছটি আমি লাগিয়েছিলাম পাশাপাশী নিজ বসতবাড়ি, নিজ এলাকায় গাছ গাছ রোপনে উৎসাহিত হবেন গাছ রোপনে অংশ নেয়া শিকার্থীরা এমনটি আশাবাদ রাখেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ