সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাটঃ চুনারুঘাট থানার চিহ্নিত দালাল ও আ’লীগ নেতা আব্দুল হাই প্রিন্সকে আটক করেছে পুলিশ।বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে আটক করেন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
(১৯ নভেম্বর) সন্ধার পর থানায় একটি দালালী করতে গেলে একজন কনষ্টেবল এর সাথে দুর্ব্যবহার কালে বিষয়টি অফিসার ইনচার্জ এর নজরে পড়ে।ওসি তার পরিচয় জানতে চাইলে সে কোন সদোত্তর দিতে পারেনি।
পরে তদন্ত করে জানতে পারেন আঃ হাই প্রিন্স দীর্ঘ দশ-বার বছর যাবৎ আ’লীগের ক্ষমতার অপব্যবহার করে থানায় দালালি করতেন।এমন কি চুনারুঘাট থানার সামনে থানা জামে মসজিদ মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে রীতিমত ঘোষ ও দালালীর অফিস খুলে বসেন।এখানেই শেষ নয় উপজেলার বিএনপি-জামাত নেতাদের ধরার জন্য তার এই অফিস থেকে পরিকল্পনা করা হত।
সে নিজে হেলমেট পড়ে নেতা-কর্মীদের বাড়িতে রাতের আধাঁরে অভিযান করত।তার একটি বন্ধুক রয়েছে সেটা দিয়ে অনেক লোকজন কে হুমকি ধামকি দিত।
চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আব্দুল হাই। তিনি নিজেই সখ করে নিজের নাম প্রিন্স রেখেছেন।
সে আহম্মদাবাদ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও সাবেক প্রচার সম্পাদক,আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি,কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী,উপজেলা স্বচ্ছাসেবকলীগের (২বারের) যুগ্ন সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক,উপজেলা যুবলীগেরর নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট হবিগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক।
সারাদিন তার আয়না ঘরে নোংড়া মেয়েদের অনাগোনা থাকে।বিষয়টি নিয়ে কয়েকবার পুলিশের সাথে কথা বললেও আ’লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে সবকিছু দমিয়ে রাখতো।
মামার বাড়িতে বড় হওয়া এতিম আব্দুল হাই প্রিন্স এখন চুনারুঘাট শহরে ২০ হাজার টাকার লাক্সারী প্লাটে ভাড়া থাকেন।তার বিলাসি জীবন যাপন দেখে লাখ টাকা বেতনের অফিসার ও হিংসা করে।থানায় দালালী করে এখন সে কোটি টাকার মালিক।