সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদারের সভাপতিত্বে ও আলী হায়দার সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. ফরিদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, প্রতিদিনের বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী প্রমুখ।