সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তুফা কামাল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শাহ মোবারক হোসেন, আতাউর রহমান, সুশিল বসাক, আবু তাহের, কামাল মিয়া, মোঃ নুরুল ইসলাম সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায়ী প্রশাসক ফারজানা আক্তার মিতা কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন। পরে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী প্রশাসককে ক্রেষ্ট প্রদান করা হয়।