করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ মঈন উদ্দিন (৪৮) নামে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মঈন উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘার উপজেলার লামাপাড়া গ্রামের মৃতঃ আব্দুল নূরের পুত্র।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ইং সনের ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ