করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে অবৈধ বালুবাহী ট্রাক জব্দ, নিয়মিত মামলার আসামিসহ আটক ৬

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনকারী ট্রাক জব্দসহ নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই রাজু কুমার বিশ্বাস, এএসআই আওলাদ হোসেনসহ পুলিশ অভিযান চালিয়ে পারিঃ জারী-১২/১৭ এর সাজাপরোয়ানা ওয়ারেন্ট ভূক্ত আসামি মো. আব্দুল কাইয়ুম, জিআর ৩৬/১৭ (কমলঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামি সুমন হরিজনকে গ্রেপ্তার করেন। এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী, এএসআই মো. নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রাম থেকে অবৈধ বালু বহনের দায়ে বালুসহ ট্রাক জব্দ করেন। এসময় ট্রাক চালক সায়েল মিয়া ও হেলপার ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ বালুবহনের দায়ে ট্রাক জব্দ গ্রেপ্তারকৃত চালক ও হেলপারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ