সোমবার, ১২ মে ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বুধবার(২৩ অক্টোবর) বেলা ১১টায় ১০নং মিরাশী ইউনিয়নের পাকুড়িয়া বটতলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ লিলু মিয়া সরকার,বিশিষ্ট মুরুব্বি ছুরত আলী,রাণীগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া,মাওলানা শাহ আব্দুল কাদির,আলতা
সরকার,সিরাজুল হক,মোঃ হাছন আলী,মাসুদ মিয়া ও ইউনুছ মিয়া প্রমুখ।বক্তারা বলেন,ওই ইউনিয়নের পূর্ব পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নিজেকে দাবী করা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিগত আওয়ামী সরকারের আমলে দলের ক্ষমতা দেখিয়ে এলাকার নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করাসহ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান-এর বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।নিজেকে দাবী করা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে ভূয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়েছেন স্থানীয়রা।মানববন্ধনে মান্নান মিয়ার মিথ্যা মামলাসহ নানা অপকর্মের কথা উল্লেখ করা হয়। মানববন্ধনে মান্নান মিয়ার কঠোর শাস্তি দাবি করেন এলাকাবাসী।